রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআনে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ বিএনপির এবার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত বরিশালে ৮৫ জেলের কারাদণ্ড ৫০টি আরও মডেল মসজিদ উদ্বোদন করলেন প্রধানমন্ত্রী বরিশালে নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন অবরোধের মধ্যে বাস ও পণ্যবাহী পরিবহন চালানোর ঘোষণা খোলাচিঠি-সকল ইন্ডেক্সধারি শিক্ষকের জন্য বদলি নীতিমালা চাই শত বাধার পরেও একজন স্বাধীন নির্মাতা হিসাবে আবারো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বরিশালের জসিম উদ্দিন ইমন।
উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

রিপোর্ট আজকের বরিশাল:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়কই নন, তিনি এখন আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনন্য অসাধারণ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন।‘গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর সিংহভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে পারলেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।’শনিবার (২০ এপ্রিল) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে গাওখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, টিআর, কাবিখাসহ যেকোন উন্নয়ন প্রকল্প থেকে আমাকে কেনো কমিশন বা ঘুষ দিতে হবে। শিক্ষক নিয়োগ, দপ্তরি নিয়োগে আমাকে ঘুষ দিতে হবে না। আমি নিজে কোনো দুর্নীতি করবো না আর কাউকে করতেও দেবো না। দুর্নীতিবাজ যেই হোক তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। আসুন আমরা দুর্নীতিমুক্ত থেকে সবাই মিলে দেশের উন্নয়নে সহায়তা করি।এর আগে বিভিন্ন সময় আমি আপনাদের কাছে এসেছি, নৌকায় ভোট চেয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এখন আমার দেয়ার পালা। এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন।তিনি আরো বলেন, আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিন মাসে এই উপজেলার উন্নয়নের জন্য যে সব প্রকল্প হাতে নিয়েছি, যার মধ্যে অনেক প্রকল্পের টেন্ডার হয়েছে, অনেকগুলোর কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। এই একটি ইউনিয়নের জন্য ৫০টি ব্রিজ-কালভার্টের টেন্ডার ইতোমধ্যে শেষ হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে কোন এমপি’র পক্ষে তা সম্ভব হয়নি। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এ উপজেলায় বিদ্যুৎ সংযোগবিহীন কোনো ঘর থাকবে না। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD