বুধবার, ১৮ Jun ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
কে হচ্ছেন নুসরাত ফারিয়ার নায়ক?

কে হচ্ছেন নুসরাত ফারিয়ার নায়ক?

ডেস্ক রিপোর্ট:
প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করেই খ্যাতি পেয়েছেন দীপংকর দীপন। ঢাকা অ্যাটাক ছবির সফলতার পর আবারও নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও নতুন ছবিটির নায়িকা কে হবেন তা চূড়ান্ত হয়েছে। দীপনের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এখানে কে নায়ক হবেন ফারিয়ার তা এখনই জানাতে চান না নির্মাতা। আপাতত চমক হিসেবেই রেখেছেন ব্যাপারটা। ছবির শুটিংয়ের আগে সংবাদ সম্মেলন করে নায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দীপংকর দীপন বলেন, ‘নতুন সিনেমা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না। আগামী ১০ জুন থেকে শুটিং শুরু করবো। শুধু নায়িকা চুক্তিবদ্ধ করা হয়েছে। নায়কের নাম এখনই বলতে চাচ্ছি না। সব কিছু ঠিক করে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম প্রকাশ করবো।’ এর আগে নির্মাতা দীপন ‘ডু অর ডাই’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা প্রসঙ্গে দীপন বলেন, ‘এটি বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটির জন্য এত দিন নতুন সিনেমার কাজে হাত দেয়া হয়নি। এর কাজ শুরু করতে একটু দেরি হবে। তার আগে এই সিনেমাটির কাজ শুরু করবো।’ গত ১৫ এপ্রিল সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। এ প্রসঙ্গে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘সিনেমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চরিত্রে দেখা যাবে আমাকে। থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD