বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

এমপি মহিব্বুর রহমান গণ সংবর্ধিত

এমপি মহিব্বুর রহমান গণ সংবর্ধিত

কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবকে গণ সংবর্ধণা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনসহ কলাপাড়া পৌরসভা এ সংবর্ধনা দিয়েছে। সোমবার বিকেলে শহীদ শেখ কামাল অডিটরিয়াম মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধণা দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, যুবলীগ সভাপতি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির প্রমুখ। সন্ধ্যার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, জনগণের ভোগান্তি হয় এমন কোন কাজ করা যাবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, সালিশ বাণিজ্য, মাদকের মতো সমাজবিরোধী কাজে যারা যুক্ত হবেন তাদের স্থান আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগের এই ঘাঁটিকে আরও মজবুত করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD