বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় লাবনী আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ফকির ও শ্বশুর অটোরিকশা চালক জামাল ফকির গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আতিয়ার রহমান বরিশালটাইমসকে জানান, কয়েকদিন আগে লাবনী আক্তার তার বাবার বাড়ি যান। দুপুরে তাকে নিয়ে আসতে যান স্বামী রাজু ফকির ও শ্বশুর জামাল ফকির। বিকেল ৪টার দিকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি হরিসেনা গ্রামের উদ্দেশ্যে অটোরিকশায় চড়ে রওনা হন লাবনী আক্তার। তার পাশে বসেলেন স্বামী রাজু ফকির। অটোরিকশা চালাচ্ছিলেন শ্বশুর জামাল ফকির। পথে কাছেমাবাদ এলাকা অতিক্রমকালে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাবনী আক্তার নিহত হন। আহত হন স্বামী ও শ্বশুর। ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।’