রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
সাধারণত গ্রামাঞ্চলের মানুষজন নিজ বাড়ির আঙ্গিনায় ফুল, ফল ও নানার প্রকার শাকসবজি বাগান করে থাকনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রীতিমত বাড়ির আঙিনায় গাঁজা গাছের বাগান করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের শিরিন বেগম নামের এক গৃহবধূ। শিরিন ওই গ্রামের সাগড় সিকদারের স্ত্রী। পুলিশ বুধবার রাত ১২টার দিকে ওই গৃহবধুকে তার বাড়ির আঙিনা থেকে ১৪টি গাঁজা গাছসহ গ্রেপ্তার করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে বাউফল থানার এস আই কামরুল হাসান ও এ এস আই মাসুদ আল বাশারের নেতৃত্বে বড় ডালিমা গ্রামের শিরিন বেগমের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির আঙিনায় গাঁজার বাগান থেকে রীতিমত আশ্চর্য হয়ে যান পুলিশ দল। পড়ে আঙিনা থেকে ১৪টি গাঁজা গাছ আটক করে গাজা চাষের অভিযোগকে গৃহবধু শিরিনকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত শিরিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’