সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

বাকেরগঞ্জের বাদলপাড়ায় স্থানীয় ভাবে নির্মিত হচ্ছে ‘মুসলিম গোরস্থান’

বাকেরগঞ্জের বাদলপাড়ায় স্থানীয় ভাবে নির্মিত হচ্ছে ‘মুসলিম গোরস্থান’

রিপোর্ট আজকের বরিশাল:
বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে অসহায় দরিদ্র মানুষদের দাফন-কাফনে সুবিধার জন্য স্থানীয় ভাবে নির্মিত হচ্ছে মুসলিম গোরস্থান। প্রাথমিক ভাবে ১০ শতাংশ জমি নিয়ে কাজ শুরু হলেও এটি আরো বড় আকারে করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই গোরস্থানের সীমানা নির্ধারন কাজের উদ্বোধন করেন এই মহতি উদ্যোগের প্রধান উদ্যোক্তা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জমিদাতা নেগাবান আব্দুল আলীম, হেলাল শরীফ, সমাজ সেবক আহম্মদ আলী খান, শহীদ নেগাবান, হেলাল হাওলাদার, আঃ জলিল সরদার, ইসমাইল হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মোঃ মামুন-অর-রশিদ। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র বার্তা সম্পাদক আমিনুল শাহীন, যুগ্ম-বার্তা সম্পাদক মুনতাসির মুহিত, দৈনিক ন্যায় অন্যায় পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পাটোয়ারী, জাতীয় দৈনিক আমাদের নতুন সময়’র স্টাফ রিপোর্টার মাসুদ রানা প্রমুখ। মুসলিম গোরস্থান নির্মানের প্রধান উদ্যোক্তা মোঃ হারুন-অর-রশিদ বলেন, এখানে ছোট একটি পারিবারিক কবরস্থান বানিয়েছিলাম। কিš‘ পরপর দু’জন অসহায় মানুষের মৃত্যুর পর তাদের দাফনের জায়গা না থাকায় আমাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এ থেকে আমরা একটি মুসলিম গোরস্থান নির্মানের গুরুত্ব উপলব্ধি করি। এখানে আমাদের যেটুকু জমি ছিল তার সাথে হালিম নেগাবান, হেলাল শরীফ জমি দিয়েছেন। পাশের্^ যাদের জমি আছে তারাও যদি এই উদ্যোগে শরিক হয় তালে মোটামুটি ভালোভাবে উদ্যোগটি সফল হবে। এলাকার অসহায় সর্বসাধারণের জন্য এই উদ্যোগে সকলে সহযোগীতার হাত নিয়ে এগিয়ে এলে এটি সুন্দর হবে। এদিকে এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। এলাকার সাধারণ মানুষ বলছেন, আমাদের ভাঙ্গন কবলিত এলাকায় এমন একটি উদ্যোগ আরো আগেই দরকার ছিল। স্থানীয়দের পাশাপাশি সরকারও এতে সহযোগীতা করুল এমন প্রত্যাশা তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD