মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

সার্জেন্ট তৌহিদের ঘুষ বাণিজ্য!

সার্জেন্ট তৌহিদের ঘুষ বাণিজ্য!

পটুয়াখালীর লেবুখালি ফেরিঘাটে ডিউটি পড়লেই যেনো মহাখুসিতে মেতে থাকেন সার্জেন্ট তৌহিদ এমনটাই জানালেন এক মাইক্রো গাড়ির ড্রাইভার নাজমুল। ড্রাইভার নাজমুল বলেন সার্জেন্ট তৌহিদ গাড়ির কাগজপত্র চেক করার নামে টাকা হাতানোই তার পেশা, ড্রাইভার নাজমুল ছাড়াও একাধিক ড্রাইভারের বক্তব্য সার্জেন্ট তৌহিদের ঘুষ বাণিজ্যর কাছে অসহায় দুরদুরন্ত থেকে আসা পর্যটকরাও। কাগজপত্র বৈধ থাকলেও নানান খুঁটিনাটি বিষয় ধরে গাড়ি আটকের নাটক সাজিয়ে পয়সা হাতায় সার্জেন্ট তৌহিদ। চট্রগ্রাম থেকে কুয়াকাটায় ঘুরতে আসা একটি পর্যটক দল আজ বৃহস্পতিবার রাতে জানান যে তাদের পটুয়াখালীর লেবুখালি ফেরিঘাটে গাড়ির কাগজপত্র দেখতে চান সার্জেন্ট তোহিদ, কাগজপত্র সব ঠিকঠাক থাকার পরও রং পার্কিং এর অজুহাত দেখিয়ে দুই হাজার টাকা ঘুষ দাবি করে, না হলে গাড়ি আটক করবে সার্জেন্ট তৌহিদ। অনেক দুর থেকে আসা পর্যটক দলটি বুঝিয়ে শুনিয়ে ১৫’শ টাকা দিয়ে রেহাই পান সার্জেন্ট তৌহিদের হাত থেকে। এ ঘটনার প্রতক্ষদর্শীরা জানান এমন ঘটনা সার্জেন্ট তৌহিদের নিত্যকার, সার্জেন্ট তৌহিদের ঘুষ বাণিজ্যর হাত থেকে রক্ষা পায়না এম্বুলেন্সও। তবে সার্জেন্ট তৌহিদের ঘুষ বাণিজ্যর কথা জানতে চাইলে ঘুষের বিষয়টি অস্বীকার করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD