শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু। বরিশাল কুয়াকাটা মহাসড়কের সেতু বন্ধন।প্রতিদিন দর্শনার্থীরা প্রাকৃতিক পরিবেশে মুক্ত হাওয়া নিতে ভীর জমায় এ সেতুতে।সেতুর পূর্ব পাড়ে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়।প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী পরিবহনে লাখ লাখ লোক পার হয় এ সেতু দিয়ে।প্রকৃতি ঘেরা সৌন্দর্য মন্ডিত সেতুটির পরিবেশ নষ্ট করছে এম খান লিঃ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।সেতুর পশ্চিম পাড়ে বিসিসি এলাকায় পিচ (বিটুমি)ঘলাতে কাঠ পোড়াচ্ছে দেদারসে। ফলে সৃষ্ট কালো ধোয়ায় ঘোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে অধিকাংশ সময়। সবুজ বনায়নে প্রভাব ফেলছে কালো ধোয়া। কাঠ পোড়ানো বা যত্রতত্র কালো ধোয়া সৃষ্টির বিরুদ্ধে আইন থাকলেও এক্ষেত্রে নিরব পরিবেশ অধিদপ্তর সহ পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠন গুলো।