রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন

বরিশাল মুছলিহীনের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা পবিত্র মাহে রমযানের মার্যাদা ও ভাবমূর্তি রক্ষা করতে হবে

বরিশাল মুছলিহীনের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা পবিত্র মাহে রমযানের মার্যাদা ও ভাবমূর্তি রক্ষা করতে হবে

রিপোর্ট আজকের বরিশাল:
শুক্রবার বরিশাল মহানগরীতে মুছলিহীন বরিশাল মহানগর ও জেলার উদ্যেগে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রাণকেন্দ্র অশি^নী কুমার টাউন হল থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর শুরুতে আলোচনা সভায় মুছলিহীন বরিশাল মহানগর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের সভাপতিত্বে, বক্তারা বলেন রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হল মাহে রমযান। এ মাসের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষা করতে হবে। রমযানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রখতে হবে। নগরীর সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি এ আহŸান জানানো হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন মুছলিহীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ গাজী মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাঃ আবু বকর সিদ্দিক, জেলা মুছলিহীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মহানগর মুছলিহীন সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আবুল হাসান লিমন, জেলা মুছলিহীনের সাধারণ সম্পাদক আলহাজ¦ ইকবাল আজম খান, খানকায়ে মুছলিহীন বরিশালের আহŸায়ক এ্যাডঃ মনিরুল হাসান, মুছলিহীন মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়র জালাল আহমেদ, মোঃ আব্দুল মালেক খান, মুছলিহীন কোতোয়ালী মডেল থানার সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সেক্রেটারী ইঞ্জিঃ হাবিবুর রহমান, খানকায়ে মুছলিহীন বরিশালের সদস্য সচিব কাউন্সিলর আখতারুজ্জামান গাজী হিরু, মুছলিহীন কাউনিয়া থানা সভাপতি মোঃ ইউনুচ মিয়া, সেক্রেটারী শহিদুর রহমান পিন্টু, মুছলিহীন বিমান বন্দর থানা সভাপতি মোঃ নুরুল ইসলাম, মুছলিহীন বন্দ থানা সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান, সেক্রেটারী মোঃ জাকির হোসেন, মহানগর মুছলিহীন যুব সভাপতি এ কে এম মুসা কাজল, সেক্রেটারী মোঃ জাবের আব্দুল্লাহ সাদী, মহানগর মুছলিহীন মুয়াবিন সভাপতি এ্যাড মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী মোঃ মাহবুবুর রহমান পিন্টু, মহানগর মুছলিহীন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড কাজী এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD