শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি:
ঘুর্ণিঝড় ফনিতে ভান্ডারিয়া উপজেলায় কয়েকটি কাঁচা ঘর-বাড়ীর চালা উড়িয়ে নিয়ে যায়, প্রায় ৪০টি কাঁচা ঘর-বাড়ীর আংশিক ক্ষতি হয়। জোয়ারে ধান খেত, মুগডাল ভুট্টার খামার তলিয়ে যায়, বেশ কিছু মাছের ঘেরের মাছ ভেসে যায় এছাড়া বেশ কয়েকটি গাছ উপড়ে পড়া ছাড়া তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান। সচেতনতা ও ব্যাপক প্রস্ততির কারণে ভান্ডারিয়া ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে বলে উপজেলা প্রশাসনের দাবী। শুক্রবার রাতে উপজেলা পরিষদ এর সামনের সড়কে একটি গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎ বিভাগ এবং উপজেলা ছাত্রলীগের দিনভর প্রচেষ্টায় গাছ কেটে প্রায় ১৬ঘন্টা পর বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়। ঘুর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে কয়েকটি মাছের ঘেরের মাছ ভোসে যায়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন গতকাল শনিবার বিকেলে নিজ নিজ বাড়ীতে ফিরে যেতে দেখা যায়। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ব্যপক ত্রাণ সামগ্রি, চিড়া গুরসহ আশ্রিত লোকজনের জন্য ব্যপক শুকনো খাবারের ব্যবস্থা করে।