শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

নগরীতে মোটরসাইকেল চোর আটক

নগরীতে মোটরসাইকেল চোর আটক

রিপোর্ট :
বরিশাল নগরীতে মোটরসাইকেল চুরির ১০ মিনিটের মাথায় চোরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি।সোমবার রাত সাড়ে ৯টার দিকে চোরকে শহরের ফলপট্টি রোড থেকে পাকড়াও করেন উপজেলা আনসার কোম্পানি কমাণ্ডার সঞ্জিব সিংহ।বরিশাল কোতয়ালি পুলিশ জানিয়েছে- শহরের বাংলাদেশ ব্যাংক লাগোয়া হিরো হোণ্ডার মোটরসাইকেল শোরুমের সামনে থেকে টিভিএস মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এই বিষয়টি প্রতিষ্ঠান মালিক রাজু আহম্মেদ পুলিশকে তাৎক্ষণিক অবহিত করেন। পরবর্তীতে চুরির বিষয়টি বরিশাল শহরে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট ও আনসার সদস্যদের অবহিত করা হলে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।একপর্যায়ে শহরের ফলপট্টি এলাকা অতিক্রমকালে মোটরসাইকেলটিসহ আশিকুজ্জামান শাহীন (৪৫) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন বরিশাল উপজেলা আনসার কোম্পানি কমাণ্ডার সঞ্জিব সিংহ।তখন জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি চুরির বিষয়টি স্বীকার করলে কোতয়ালি পুলিশকে খবর দিয়ে হাতে তুলে দেওয়া হয়।আটক আশিকুজ্জামান শাহীন পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার বদরপুর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।বরিশাল কোতয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠান মালিক রাজু আহম্মেদ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোর আশিকুজ্জামান শাহীনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD