রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বিএম কলেজের ছাত্রী মিলির হত্যাকারীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বিএম কলেজের ছাত্রী মিলির হত্যাকারীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্ট আজকের বরিশাল :
বিএম কলেজের ছাত্রী মিলি ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা পারভীন বেগম। একইসাথে বরিশাল মডেল স্কুল এ- কলেজের গণিত বিভাগের শিক্ষক পুনিল চন্দ্র সরকার নিজেই মিলিকে হত্যা করেছে বলেও অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিহত মিলি ইসলামের হত্যাকারীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিলির মা পারভীন বেগম বলেন, আমার মেয়ে বিএম কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলো। সে নিজে থেকে কোনদিনও আত্মহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বরিশাল মডেল স্কুল এ- কলেজের গণিত বিভাগের শিক্ষক পুনিল চন্দ্র সরকারের সাথে আমার মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। পুনিল হিন্দু সম্প্রদায়ের হয়েও সে নিজেকে আমার মেয়ের কাছে মুসলমান হিসেবে পরিচয় দেয়। এমনকি আমার মেয়ে মিলি ইসলামকে বিয়ে করবে বলে আসস্ত করে। হত্যাকান্ডের দুইমাস পূর্বে আমরা পুরো বিষয়টি জানতে পারি। পরবর্তীতে সে (পুলিন) মিলিকে বিয়ে করতে পারবেনা বলে জানিয়ে আমাদের নথুল্লাবাদের বাসায় গিয়ে হুমকি প্রদর্শন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারভীন বেগম বলেন, আমার মেয়েকে পুনিল ব্যবহার করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার ঘটনার সুষ্ঠ বিচার ও অভিযুক্ত পুনিলের গ্রেফতারের দাবি করছি। গত ৩ মে নগরীর ২৮নং ওয়ার্ডের ফিসারী রোডের আলী আজিমের ভাড়া বাসা থেকে বিএম কলেজের মাস্টার্স (হিসাব বিজ্ঞান) বিভাগের পরীক্ষার্থী মিলি ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা পারভীন বেগম বাদী হয়ে পুনিল চন্দ্র সরকারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বরিশাল মোকাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিআইবিকে নির্দেশ প্রদান করেছেন। সূত্রমতে, পুলিশ বরগুনা জেলার সদর থানাধীন ২নং গৌরীচন্ন এলাকা থেকে পুনিলকে গ্রেফতার করলেও রহস্যজনকারণে তাকে (পুলিন) ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়। গত ৯ জুন আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়ে পুনিল চন্দ্র সরকার তার সহযোগিদের দিয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদিকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD