শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫% উৎসবভাতা এর পরিবর্তে ১০০% উৎসবভাতার দাবিতে শিক্ষকরা নগরীর মথুরানাথ পাবলিক স্কুল এর ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বরিশালে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন বরিশালের বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় এক প্রবাসীর ক্রয় করা জমির গেট ভাংচুর করছে প্রতিপক্ষরা। বছরের প্রথমদিনে সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরন শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর ২য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই -সালাউদ্দিন রিপন বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ
ভোলায় পর্যটকদের হাতছানি দেয় তোফায়েল উদ্যান

ভোলায় পর্যটকদের হাতছানি দেয় তোফায়েল উদ্যান

রিপোর্ট মোঃ ইলিয়াছ চৌধুরী :
তেঁতুলিয়ার পাড় ঘেষে বাহারি রংয়ের সিসি ব্লোক, ছোট-বড় বেঞ্চ ও ছাউনী। চারদিকে সবুজে ঘেরা বৃক্ষরাজি আর পাখিদের কলকাকলি। নদীর ঢেউ, নির্মল বাতাস আর সূর্যাস্ত দেখার দৃশ্য। এ নিয়েই যেন পর্যটকদের হাতছানি দেয় তোফায়েল উদ্যান। ভোলা সদরের দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের গাড়ীঘাটা নামক এলাকায় পর্যটনের এক নতুন দিগন্ত সৃষ্টি করে চলছে তোফায়েল উদ্যান। এটি সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদের গ্রামের বাড়ির পেছনের অংশে তেঁতুলিয়া পাড়ে অবস্থিত। তার নামেই প্রতিষ্ঠা করা হয়ে পর্যটন কেন্দ্রটির। ভোলার অন্যতম একটি দর্শনীয় স্থান তোফায়েল উদ্যান। তেঁতুলিয়া বাঁধকে নানারুপে সাজিয়ে গড়ে তোলা হয়েছে দর্শনীয় স্থানে। যা এখন মন কাড়ে পর্যটকদের। এখানে ছুটির দিন সহ বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়ে উঠে। ঈদের ছুটিতেও পর্যটকদের ঢল নেমেছে। প্রকৃতির অপার সৌন্দয্যের লীলাভুমি তোফায়েল উদ্যানে বসে সময় কাটাচ্ছেন মানুষ। এখানে বসেই পড়ন্ত বিকালে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। সুর্য যখন নদী বুকে ছায়া ফেলে তখন নদীর রং যেন পাল্টিয়ে ভিন্ন রকম এক অনুভুতি সৃষ্টি করে। এখানে বসেই সুর্যাস্ত দেখা যায়। বিশেষ করে সন্ধার আকাশে লালিমায় ভরে যাওয়ার দৃশ্য অনেক আকর্ষনীয় হয়ে উঠছে। নদীর ঢেউ আর নির্মল বাতাসে বসেই জমিয়ে আড্ডা, সেলফি তোলা, গান হাওয়া আর পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার নিরাপদ স্থান এখানে। ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, আগে এ স্থানটির নাম শুনেছি কিন্তু কখনই আসা হয়নি, কিন্তু আজ এসেই আমরা মুগ্ধ। বাঁধের উপর দাড়িয়ে দুরের আকাশ, নদী জোয়ার-ভাটা আর প্রকৃতির অপরুপ সৌন্দয্য উপভোগ করা যায়। সব মিলিয়ে একটি ভালো লাগার স্থান তোফায়েল উদ্যান। জানা গেল, শুধু উৎসব আর বন্ধের দিন নয়, প্রতিদিন বিকাল হলেই দুর-দুরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে বিশেষ দিনগুলোতে পর্যটকদের ঢল নামে। পুরো উদ্যান জুড়ে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। ভ্রমসপিপাসুদের যেন প্রিয় স্থান হিসাবেই মন জয় করে নিয়ে তোফায়েল উদ্যানটি। পর্যটন জেলা ভোলায় যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্য অন্যতম তোফায়েল উদ্যান। এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন মানুষ। ভীড় দেখা যায় তরুন-তরুনিসহ বিভিন্ন বয়সের আর বিভিন্ন শ্রেনীপেশার মানুষে। যেন পর্যটনের নতুন দিগন্ত তোফায়েল উদ্যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD