বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে, উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামের ৬নং ওয়ার্ডে মাসুদ শিকদার গংদের সাথে একই বাড়ির মৃত.শামসুদ্দীন শিকদারের পুত্র কালু শিকদার, বাবুল শিকদার, মো.হারুন শিকদার ও আলমগীর শিকদারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১২ ই জুন রাত ১১.২০ টায় ঘটনা পূর্ব বিবাদীদেরকে কে-বা কারা মারধর করেছে তার প্রতিক্রিয়ায় ওই সময় আলমগী শিকদার মাসুদ শিকদারের ঘরের সামনে মাসুদ শিকদার ও তা স্ত্রী নাজমা বেগমকে মারধর করে ও বসত ঘর ভাংচুর করে। এ সময় মাসুদ শিকদারের পরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকী দেয়। পরে আলমগীর শিকদারের নির্দেশে কালু, বাবুল, হারুন, মো. সফি মোল্লার পুত্র রেজাউল মোল্লা, কালু শিকদারের পুত্র রুবেল ও আরিফ সহ ১০/১২ জন ভাড়াটিয়া মাস্তান পরিকল্পিত ভাবে দা, লোহার পাইপ ও লাঠিশোঠা দিয়ে মাসুদ শিকদারের বিল্ডিং এর বসত ঘরের জানালা ও নিকটস্থ একটি কাঠের ঘরের টিন কোপায় ও ভাংচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে মাসুদ শিকদার ও ঝর্না বেগম কে ধাওয়া করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।