বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

পিরোজপুরে সাড়া দেশে ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে সাড়া দেশে ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্ট আজকের বরিশাল:
সাড়াদেশে ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম’র (এইচআরডিএফ) উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এইচআরডিএফ-এর আহবায়ক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ শহীদুল্লাহ খান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, দিশারী শিল্পী গোষ্ঠির সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সামছুদ্দোহা মিলন, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, এ্যাডঃ শরজিত অধিকারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িত ওসি মোয়াজ্জেমকে অনতিবিলম্বে গ্রেফতার, সম্প্রতি সাড়াদেশে ধর্ষন ও আগুনে পুড়িয়ে হত্যা বৃদ্ধি রোধ করে ধর্ষক ও হত্যাকারীদের বিশেষ ট্রাইবুনালে বিচারে প্রয়োজনে বিশেষ আইন সংশোধ করার পাশাপাশি জনগণকেও সচেতন থেকে এসমস্ত দুর্ষিতিকারীদের প্রতিরোধের আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD