বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
আলোচিত দুটি ‘ক্লু’লেস ডাকাতি মামলার রহস্য উন্মোচন করে সম্মাননা পেলেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাকে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জুন) পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান তাঁর হাতে সম্মাননাসূচক ক্রেস্টটি তুলে দিয়েছেন। পুলিশ সূত্র জানায়- ২০১৭ সালে মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাত ও ২০১৮ সালে বিমানবন্দর থানাধীন ঘটকের চরে পৃথক দুটি ডাকাতি সংঘটিত হয়। কিন্তু দুটি মামলা তদন্ত পরবর্তী অভিযুক্তদের ধরতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে দুটি মামলাই তদন্তভার পান এসআই দেলোয়ার হোসেন। মামলা দুটির আসামিদের গ্রেপ্তারের পর রহস্যও উন্মোচনে সফল হন তিনি। মূলত এই কারণেই এসআই দেলোয়ারকে এপ্রিল মাসে বেস্ট অফিসার পদক দেওয়া হয় বলে জানা গেছে। এসআই দেলোয়ার হোসেন কর্মক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখে এরআগেও প্রধানমন্ত্রীসহ একাধিক পদকে ভূষিত হন।