বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

বরিশালে পরীক্ষার্থীদের ক্ষোভ

বরিশালে পরীক্ষার্থীদের ক্ষোভ

রিপোর্ট আজকের বরিশাল :
বরিশালে বৈরী আবহাওয়ায় যথা সময়ে উপস্থিত না হওয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি ২ শতাধিক পরীক্ষার্থী। প্রবেশের দাবীতে কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন তারা।এমনকি পুলিশের সাথে বাকবিতান্ডা ও ধস্তাধস্তিও হয়েছে পরীক্ষার্থীদের। তবে নির্দিস্ট সময়ে না আসায় তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের ৩২কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রবেশ পত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে ২ শতাধিক পরীক্ষার্থী ১০টার দিকে কেন্দ্রের সামনে উপস্থিত হয়। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা নির্ধারিত সময়ের পরে আসার তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। এ কারনে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এক পর্যায়ে তারা সরকারী বরিশাল কলেজ কেন্দ্রের প্রধান ফটক ঠেলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পরে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়। রিয়াজ শরীফ, হিরণ বৈরাগী, কে এম তরিকুল ইসলামসহ পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থী অভিযোগ, হঠাৎ করেই বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে দূরের পরীক্ষার্থীদের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে আসতে বিলম্ব হয়। অর্থাৎ সকাল ১০ টা ৫ মিনিটে এসে দেখতে পাই গেট বন্ধ করে দেয়া হয়েছে। এরপর শত অনুরোধ করেও কোন কাজ হয়নি। আমরা ২ শত পরীক্ষার্থী বাহিরে দাড়িয়ে আছি। আমাদের কথা কেউ শোনেনি বরং পুলিশ বিনা কারনে তাদের নিগ্রিহিত করেছে। তবে এ অভিযোগ শুধু সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীদের নয়, নগরের আরো বেশ কিছু কেন্দ্রে বিলম্বের কারনে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থী জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে প্রায় সব কেন্দ্রেই এই সমস্যা হয়েছে। সেই সব কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারলেও আমাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন এখানকার ম্যাজিস্ট্রেট। একই অভিযোগ বাকি পরীক্ষার্থীদেরও। এই বিষয়ে বিএমপির উপ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সাংবাদিকদের জানান, পরীক্ষার্থীরা সঠিক সময় আসতে না পারায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। বরিশালে ২শ’ শূন্য পদের বিপরীতে ৩২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD