শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

বরিশালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ

বরিশালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ

রিপোর্ট আজকের বরিশাল:
“চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল চাই” এই স্লোগানে সরকারি দায়িত্বরত অবস্থায় বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে বান্দরোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। শেবাচিম হাসপাতালের সর্বোস্তরের চিকিৎসকের ব্যানারে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েসন (বিএমএ) এর সভাপতি ডাঃ ইসতিয়াক হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান শাহিন, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপিত ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নুরন্নবী তুহিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তফা কামাল প্রমুখ। এসময় বক্তারা বলেন, একজন রোগীর জন্য চিকিৎসক সবসময় তার দায়িত্বশীল ভূমিকা পালন করে আসেন। কিন্তু আমরা দেখছি প্রায়ই কর্মক্ষেত্রে চিকিৎসকরা নানানভাবে নিগ্রিত, লাঞ্চিত ও হামলা-মারধরের শিকার হচ্ছেন। এ থেকে পরিত্রান চাই, চাই নিরাপদ কর্মক্ষেত্র। সরকারের কাছে দাবি চিকিৎসকের নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা হোক। ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে বক্তারা আরো বলেন, সরকারি দায়িত্বরত অবস্থায় বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজও করছে। আমরা চাই ডাঃ মশিউর রহমানের ওপর হামলাকারী সকলে গ্রেফতার হোক এবং তাদের ইন্দোনদাতারাও আইনের আওতায় আসুক। পাশাপাশি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্য কোন চিকিৎসক কর্মস্থলে হামলার শিকার আর না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD