রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বরিশালে মাদ্রসা ছাত্রীর গর্ভপাতের মামলা

বরিশালে মাদ্রসা ছাত্রীর গর্ভপাতের মামলা

রিপোর্ট আজকের বরিশাল:
প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করায় দশম শ্রেনীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী চার মাসের অন্তঃস্বত্তা হয়েছে। পরবর্তীতে কৌশলে ওই ছাত্রীর গর্ভপাত করানোর ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নাঠৈ মোল্লাবাড়ি এলাকার। এজাহারের বরাত দিয়ে থানার ওসি গোলাম সরোয়ার জানান, পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেনীর এক ছাত্রীর (১৫) সাথে গত একবছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বাড়ির মনির ফকিরের পুত্র সাব্বির ফকিরের (১৮)। সে (সাব্বির) সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। ওসি আরও জানান, প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির একাধিকবার ওই মাদ্রাসা ছাত্রীর সাথে দৈহিক মেলামেশা করে। এতে ওই ছাত্রী চার মাসের অন্তঃস্বত্তা হয়। গত কয়েকদিন পূর্বে দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর সাব্বিরের মা সরুফা বেগম কৌশলে ওই ছাত্রীকে গৌরনদীর নাসিং হোমে নিয়ে সেখানকার চিকিৎসক সোহেদা আক্তারের মাধ্যমে অবৈধভাবে গর্ভপাত ঘটায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে দুই পরিবারের আত্মীয়-স্বজনদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। একপর্যায়ে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বুধবার রাতে ওই ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরের মা সরুফা বেগমকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামি সাব্বির ফকির ও অবৈধভাবে গর্ভপাত ঘটানো গৌরনদী নাসিং হোমের চিকিৎসক সোহেদা আক্তারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD