রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
পাঁচদিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পি.জি.টি কোর্সে অধ্যয়নরত ডাঃ এ.এস.এম সাইদ সোহাগ নিখোঁজ রয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার সরুপপুর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় বুধাবর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করছেন নিঁখোজ চিকিৎসকের বড়ভাই শামীম সরোয়ার। সাধারণ ডায়েরিতে বড়ভাই শামীম সরোয়ার উল্লেখ করেছেন, সাইদ সোহাগ শেবাচিম হাসপাতালের ইন্টার্নী হোস্টেলের নিচতলার একটি কক্ষে থাকতো। গত ২৩ জুন ভোররাত আনুমানিক সাড়ে চারটায় তন্ময় নামে একলোক মোবাইলে তাকে জানায় সাইদ সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার কক্ষেও নেই। শামীম সরোয়ার তার ভাইয়ের মোবাইলে কল করলে প্রথমে কল রিসিভ হয়নি। পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এবং এরপর থেকেই সে নিঁখোজ রয়েছে। তবে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, এ বিষয়ে কেউ তাদের অবহিত করেননি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।