বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই ট্রলারসহ ১৫ লাখ চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ৫ জেলেকে আটক করা হয়। পরে শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা ও ট্রলার দু’টি মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়। এর আগে শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিষখালী নদী থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন- বরগুনার তালতলী উপজেলার ছখিনা গ্রামের জালাল (৫০), কামাল হোসেন (৫০), আলম (৩৭), আশ্রাব আলীর ছেলে জসিম (২৪) ও আব্দুস সোবাহানের ছেলে আয়নাল হক (২২)। কোস্টগার্ডে পাথরঘাটা স্টেশন কমান্ডার এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ চিংড়ির অহরিত পোনা ও ২টি ইঞ্জিন চালিত ট্রলাসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ট্রলার দু’টির মলিককে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এবং চিংড়ির রেনুগুলো পাথরঘাটার খালে অবমুক্ত করা হয়েছে।