বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন

বরিশালে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

বরিশালে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

রিপোর্ট আজকের বরিশাল:
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রবিবারের (৭ জুলাই) হরতালের সমর্থনে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের জেলা শাখার উদোগে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহম্মেদ। এ সময় বক্তৃতা করেন– জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু ও সদস্য সচিব হারুন-অর রশিদ মামুন অন্যরা। বক্তারা বলেন, ‘দেশে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যা দেশের মানুষ কোনওভাবে মেনে নেবে না।’ এটিকে জনদুর্ভোগের বাজেট হিসেবে আখ্যায়িত করেন তারা। গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD