বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:০০ অপরাহ্ন

রাজাপুরে উপকেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা, পথে পথে ভোগান্তি

রাজাপুরে উপকেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা, পথে পথে ভোগান্তি

রিপোর্ট কামরুল হাসান মুরাদ::
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রধান প্রধান সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ বছর দরে শহরের প্রানকেন্দ্রের প্রায় পাকা সড়কগুলো সংস্কার না করায় গর্ত ও খাদা-খন্দরে পরিনত হয়েছে। চলাচলে ব্যাহত হচ্ছে এসব সড়কে, ভোগান্তীর শেষ নাই রাজাপুরের রাস্তাগুলোতে। এ ব্যাপারে জানতে চাইলে শত শত পথচারীরা বলেন, দীর্ঘ অনেক বছর হলো এই উপজেলার প্রধান রাস্তাগুলো সংস্কার করা হয় নাই। রাস্তাগুলো মেরামত করা দরকার। রাস্তার পাশে ড্রেন করা একান্ত দরকার। এসব রাস্তা সংস্কার করা না হলে সরকারী সহ এলাকার সকল কাজের জন্য চলাচলে বিঙ্ঘ ঘটবে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। উক্ত সড়কে যাত্রী নিয়ে রিক্সা, মটরগাড়ী , বাস, টেম্পু সহ সকল যানবাহন প্রতিদিন চলাচল করে আসছে। সরোজমিনে গেলে দেখা যায় এলাকার বাইপাস মোড় বাস ষ্টান্ড, বাদুরতলা মোড়, ডাকবাংলা মোর, থানা রোড, স্কুল মার্কেট, বাজার রোড এলাকায় যানজট সৃষ্টি হতে থাকে । এলাকাবাসীর দাবী শহর-গ্রামের একমাত্র যোগাযোগ রাস্তাটি রাজাপুর বাইপাস মোড় বাসষ্টান্ড হয়ে বাদুরতলা মোড়, ডাকবাংলা মোড়, থানার সামনে এসে বাজার রোড় ঘুরে জুরে স্থান দখল করা এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। এ রাস্তার পাশে আছে সরকারী-বেসরকারী অফিস, বাজার, উপজেলা পরিষদ, থানা, ফার্মেসী, স্কুল-মাদ্রসা, পশু-হাসপাতাল, ব্যাংক-বীমা, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ অসংখ্য অলিগলি মোর। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো হাবিবুর রহমান জানান, সড়ক সংস্কার করার জন্য বরাদ্ধ পাই নাই। বরাদ্ধ পেলে সংস্কার করা হবে। ভূক্তভোগী জনতার কথা, এলাকার উন্নয়ন সঠিক সময়ে না হলে এলাকার সাধারন মানুষের ভোগান্তীর সীমা থাকবেনা । এলাকার প্রান কেন্দ্রর রাস্তাসহ গ্রাম ও ওর্য়াড পর্যায়ে একাধীক সড়ক গুলোতে চলাচলে অনুপোযোগী রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD