শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
রাজাপুরে উপকেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা, পথে পথে ভোগান্তি

রাজাপুরে উপকেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা, পথে পথে ভোগান্তি

রিপোর্ট কামরুল হাসান মুরাদ::
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রধান প্রধান সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ বছর দরে শহরের প্রানকেন্দ্রের প্রায় পাকা সড়কগুলো সংস্কার না করায় গর্ত ও খাদা-খন্দরে পরিনত হয়েছে। চলাচলে ব্যাহত হচ্ছে এসব সড়কে, ভোগান্তীর শেষ নাই রাজাপুরের রাস্তাগুলোতে। এ ব্যাপারে জানতে চাইলে শত শত পথচারীরা বলেন, দীর্ঘ অনেক বছর হলো এই উপজেলার প্রধান রাস্তাগুলো সংস্কার করা হয় নাই। রাস্তাগুলো মেরামত করা দরকার। রাস্তার পাশে ড্রেন করা একান্ত দরকার। এসব রাস্তা সংস্কার করা না হলে সরকারী সহ এলাকার সকল কাজের জন্য চলাচলে বিঙ্ঘ ঘটবে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। উক্ত সড়কে যাত্রী নিয়ে রিক্সা, মটরগাড়ী , বাস, টেম্পু সহ সকল যানবাহন প্রতিদিন চলাচল করে আসছে। সরোজমিনে গেলে দেখা যায় এলাকার বাইপাস মোড় বাস ষ্টান্ড, বাদুরতলা মোড়, ডাকবাংলা মোর, থানা রোড, স্কুল মার্কেট, বাজার রোড এলাকায় যানজট সৃষ্টি হতে থাকে । এলাকাবাসীর দাবী শহর-গ্রামের একমাত্র যোগাযোগ রাস্তাটি রাজাপুর বাইপাস মোড় বাসষ্টান্ড হয়ে বাদুরতলা মোড়, ডাকবাংলা মোড়, থানার সামনে এসে বাজার রোড় ঘুরে জুরে স্থান দখল করা এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। এ রাস্তার পাশে আছে সরকারী-বেসরকারী অফিস, বাজার, উপজেলা পরিষদ, থানা, ফার্মেসী, স্কুল-মাদ্রসা, পশু-হাসপাতাল, ব্যাংক-বীমা, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ অসংখ্য অলিগলি মোর। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো হাবিবুর রহমান জানান, সড়ক সংস্কার করার জন্য বরাদ্ধ পাই নাই। বরাদ্ধ পেলে সংস্কার করা হবে। ভূক্তভোগী জনতার কথা, এলাকার উন্নয়ন সঠিক সময়ে না হলে এলাকার সাধারন মানুষের ভোগান্তীর সীমা থাকবেনা । এলাকার প্রান কেন্দ্রর রাস্তাসহ গ্রাম ও ওর্য়াড পর্যায়ে একাধীক সড়ক গুলোতে চলাচলে অনুপোযোগী রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD