মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন

বরিশালে ছেলেধরা আতংকে অভিভাবকরা

বরিশালে ছেলেধরা আতংকে অভিভাবকরা

রিপোর্ট আজকের বরিশাল :
বরিশাল সদর উপজেলায় ‘ছেলে ধরা’ আতঙ্ক বিরাজ করছে। ছেলে ধরা চক্র এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং শিশুদের অপহরণ করে নিয়ে হত্যা করে মাথা কেটে নিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে সদর উপজেলা সহ সর্বত্র।ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের শিশু ও অভিভাবকরা। ‘ছেলে ধরা’ আতঙ্কে গ্রামের শিশুরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। অনেক গৃহকর্তারা শিশুদের বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিয়েছেন।অপরিচিত লোক দেখলেই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এতে বিপাকে পড়েছে ভিক্ষুকরা। অপরিচিত কেউ ভিক্ষা চাইতে গেলে গৃহস্থরা ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।বরিশালের বিভিন্ন উপজেলার কোথাও না কোথাও শিশু ধরে নিয়ে গলা কাটছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে।প্রতিদিনই গণমাধ্যম কর্মীদের কাছে ‘ছেলে ধরা’র খবর আসছে। তবে ঘটনা অনুসন্ধান করতে গেলে তার সুনির্দিষ্ট কোনো সত্যতা মিলছে না।উপজেলার রায়পাশা,টুংগিবাড়িয়া, রাজার চর,বুখাই নগর, তালুকদার হাট,কালিজিরা,তালতলী,দুর্গাপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ গত দু’সপ্তাহ ধরে ‘ছেলে ধরা’ আতঙ্কে ভুগছেন।সদর উপজেলার চরকেউটিয়া গ্রামের হুমায়ন বেপারী বলেন, রোহিঙ্গারা বিভিন্ন গ্রামে গিয়ে সুযোগ বুঝে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে এমন কথা শুনে আমার স্ত্রী বাচ্চাদের সাথে বিদ্যালয় আসা যাওয়া করছেন।এদিকে, ছেলে ধরা আতঙ্কে গতকাল নগরীতে দুই একটি ছোট খাট ঘটনা ঘটেছে। কাউনিয়া ও গির্জামহল্লা এলাকায়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।এ ব্যাপারে বরিশালের জেলা প্রসাশক সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছেলে ধরার কোনো সত্যতা পাইনি। এটা সম্পূর্ণ গুজব। তবে গুজবে কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’ পুলিশ সুপার জানিয়েছেন, ছেলে ধরা এসব সম্পূর্ণ গুজব। এর কোনো সত্যতা নেই। কোথাও এ ধরণের ঘটনা ঘটেনি। কোথাও দেখা গেলে পুলিশকে জানাতে বলেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD