শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
ভোলায় মেঘনার ভাঙ্গনে হুমকির মুখে ৪ উপজেলার বিস্তীর্ন জনপদ

ভোলায় মেঘনার ভাঙ্গনে হুমকির মুখে ৪ উপজেলার বিস্তীর্ন জনপদ

রিপোর্ট মোঃ ইলিয়াছ চৌধুরী:
বর্ষায় মেঘনার ভয়ানক ভাঙ্গনের মুখে পড়েছে ভোলার ৪টি উপজেলার বিস্তীর্ন জনপদ। এতে চরমভাবে ঝুঁকির মধ্যে পড়েছে তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও লালমোহন উপজেলার ২৬ কিলোমিটার বাঁধ। এসব বাঁধে বসতি ও গুরুপ্তপূর্ন স্থাপনা চরম হুমকির মুখে পড়েছে। যে কোন মুহুর্তে বাঁধে ধ্বস নামতে পারে বলে আশংকা করছেন নদীর তীরবর্তি এলাকার মানুষ। প্রয়োজনের তুলনায় অপ্রতুল বরাদ্দের কারনে প্রতিনিয়ত ভাঙ্গনের মুখে পড়ছে জনপদ। টেকশই বাঁধ মেরামত করে মেঘনার ভাঙ্গন বন্ধের দাবী উপকূলবর্তী মানুষের। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, তজুমদ্দিন উপজেলার চাচড়া ও সোনাপুর পয়েন্টে ৭ কিলোমিটার, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ কিলোমিটার, চরফ্যাশন উপজেলার চর মোতাহার এলাকার ৪ কিলোমিটার ও মনপুরা উপজেলার মনপুরা ও সাকুচিয়া ইউনিয়নের ১২ কিলোমিটার বাঁধ বর্তমানে ভয়ানক ঝুঁকিতে। বর্ষার মৌসুমে যে সময় এসব বাঁধ ভেঙ্গে বিস্তীর্ন এলাকা প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-২) কাওছার আলম জানান, বর্তমানে মনপুরা, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার ২২ কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ন। এখানে বাঁধ সংস্কারে প্রয়োজন ৩০ থেকে ৪০ কোটি টাকা। আর যদি সিসি ব্লক দিয়ে নতুন করে বাঁধ নির্মান করা হয় তবে লাগবে ১৮০০ কোটি টাকা। কিন্তু ১২ কিলোমিটার বাঁধ মেরামতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র দেড় কোটি টাকা। যা প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। বেশী বরাদ্দ না দেয়ায় টেকশই বাঁধ নির্মান করা সম্ভব হচ্ছে না। এতে বাঁধের ঝুঁকি থেকেই যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরই মেঘনার ভাঙ্গনের মুখে বিস্তীর্ন জনপদ। এতে বসতভীটা হারা হয় পড়ে বহু পরিবার। ভীটাহারা নিঃস্ব মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বসতভীটা, ফসলি জমি ও পুকুর ঘের হারিয়ে অসহায় হয়ে পড়ছেন উপকূলের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের এক জরিপে জানা গেছে, প্রতি বছর বর্ষা মৌসুমে নদীতে ভাঙ্গে ১০০/১৫০ মিটার, বাঁধ ভাঙ্গে ১/২ কিলোমিটার এবং লম্বালম্বিভাবে বাধের ঢাল ভাঙ্গে ১৫/২০ কালোমিটার মিটার। বছরে গৃহহারা হয়ে পড়েন অন্তত ১৫০০ থেকে ২ হাজার পরিবারের মত। সে হিসাবে প্রতি বছর ১০ কিলোমিটারের মত বাঁধ ভাঙ্গনের কবলে পড়ে। এবং বাস্তুহারা হয়ে ১০ হাজার পরিবার। যারা এক স্থান থেকে অন্যস্থানে বসতি গড়ে তুলেন। জেলার নদী ভাঙ্গন রোধে টেকশই বাঁধ নির্মানের মাধ্যমে নদীর তীরবর্তি এলাকার বাসিন্দাদের বসতি এবং গুরুপ্তপূর্ন স্থাপনা রক্ষার দাবী ভায্গন কবরিত এলাকার মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD