শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে মধ্যযুগীয় কায়দায় হত্যার চেষ্টা হঠাৎ উত্তপ্ত বরিশাল-৩: মনোনয়ন বিতর্কের মাঝে আইনজীবীকে ‘টাউট-বাটপার’ বলায় ঝড় — দেশজুড়ে প্রতিবাদ বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও ইনপুট সহায়তা বিতরণ মাদারগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিখোঁজ, ৩ জনের লাশ উদ্ধার বাবুগঞ্জ ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশ বাবুগঞ্জ বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত মাধবপাশা ইউনিয়নে শ্রমিক দলের উদ্দোগে ৩১ দফা লিফলেট বিতরণ ও দলিয় কার্যালয়ে উদ্বোধন গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
এমপি শাওনের বাবার দাপন সম্পন্ন

এমপি শাওনের বাবার দাপন সম্পন্ন

রিপোর্ট আঃ রহমান নোমান:
চিরনিদ্রায় শায়িত হলেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী। ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুলাই ভোর ৪ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টায় ঢাকার যেখানে তিনি দীর্ঘকাল যাবত বসবাস স্বপরিবারে বসবাস করতেন, সেই মগ বাজারের মধুবাগ স্কুল মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয় এবং ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে মরহুমের মরদেহ তার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত লালমোহনে আনা হয়। শুক্রবার জুমার নামাজের পর লালমোহন মডেল সরকারি হাই স্কুল মাঠে তৃতীয় জানাযা শেষে লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ডে হাজী নুরুল ইসলাম মারকাজুল উলুম ক্কওমী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাপন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাযায় হাজার হাজার মুসল্লী অংশ নেন। আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী একজন ভাল মানুষ ছিলেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও দয়াশীল মানুষ ছিলেন। লালমোহনের সম্ভ্রান্ত মজিবুর রহমান পঞ্চায়েত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। লালমোহন মডেল হাই স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চাকরি হওয়ার সুবাদে তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকা চলে যান। সর্বশেষ ঈদুল ফিতর উপলক্ষে তিনি ছেলে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সংসদ সদস্যের সঙ্গে লালমোহন আসেন এবং গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও টাকা বিতরণ করেন। তিনি এলাকার মানুষকে অত্যন্ত ভালবাসতেন এবং এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়কে জনসেবা করতে উৎসাহ দিতেন। এমপি মহোদয়ের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, লালমোহন প্রেসক্লাব ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD