বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি ॥
মুক্তিযোদ্ধাদের ফ্রি পাড়া-পাড়ের সুযোগ দিয়ে মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদার টোল আদায় শুরু করেছে। গত শুক্রবার বিকালে মীরগঞ্জ খেয়াঘাটের পূর্বপাড়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে টোল আদায় উদ্বোধন করেন ইজারাদার মোঃ আলমগীর হোসেন সুমন। এতে সভাপতিত্ব করেন চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানার ওসি জিয়াউল আহসান, বাবুগঞ্জ থানার ওসি দীবাকর চন্দ্র সাহা, কাজিরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমামসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু নতুন ইজারাদারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পাড়াপাড়ের সুযোগের ঘোষণা দেন।