রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইএসসি পরীক্ষার ফল বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় ঘোষণা করা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই বুধবার দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একইসময় পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ থেকে ফলের পরিসংখ্যান সাংবাদিকদের জানানো হবে। এছাড়া কলেজ ও পরীক্ষা কেন্দ্র তাদের ফলাফল বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দুপুর ১টায় সংগ্রহ করতে পারবে। বরিশাল শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে ফলের হার্ডকপি পাওয়া যাবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি এইচএসসির ফল বরিশাল বোর্ডের অ্যাপস্ থেকেও জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD