বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

বন্যাকবলিত ত্রাণ বিতরণে আ’লীগের ছয় টিম

বন্যাকবলিত ত্রাণ বিতরণে আ’লীগের ছয় টিম

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার (২০ জুলাই) দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় ত্রাণ বিতরণের জন্য ৬টি টিম গঠন করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগ উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলায় জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, টিপু মুনশি, ডা. রোকেয়া সুলতানা ও নুরুজ্জামান আহমেদ ত্রাণ বিতরণ করবেন। সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় মোহাম্মদ নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, প্রফেসর মেরিনা জাহান ত্রাণ বিতরণ করবেন। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে নুরুল ইসলাম নাহিদ, মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, মো. মিজবাহ্ উদ্দিন সিরাজ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বদরুদ্দিন আহমেদ কামরান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, এমএ মান্নান, মো. শাহাব উদ্দিন, ডা. মো. এনামুর রহমান ত্রাণ বিতরণ করবেন। চট্টগ্রাম, বান্দরবান ও ফেনীতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. হাছান মাহমুদ, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈসিং ত্রাণ বিতরণ করবেন। মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলায় ত্রাণ বিতরণ করবেন ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ফজিলাতুন নেসা ইন্দিরা, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, হারুনুর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, এসএম কামাল হোসেন, মো. গোলাম কবীর রব্বানী চিনু। এ ছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আফজাল হোসেন, শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, মির্জা আজম, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং ত্রাণ বিতরণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD