শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
কুয়াকাটায় স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা

কুয়াকাটায় স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা

রিপোর্ট আজকের বরিশাল :
কলাপাড়ায় কুয়াকাটার মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয় (আজিমপুর) স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা তৈরি করার অভিযোগ স্কুল সভাপতি আবু সাইদ মিয়া এর বিরুদ্ধে। ছাত্ররা খেলার মাঠে রাস্তা তৈরিতে বাধা দেয়ায় তাদের উপর চরাও হচ্ছে তিনি। স্থানীয়রা জানায় প্রতিবছর বর্ষাকালে মাঠে ঘাস লাগিয়ে বিক্রি করে টাকা আত্বসাত করেন স্কুল কমিটির সভাপতি। প্রতিবছরের ন্যায় এ বছরো একি কাজ করায় ছাত্ররা এবং স্থানীয় ব্যক্তি বর্গ তাতে বাধা প্রধান করলে, কিন্তু কারো কোন বাধাই তিনি তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন নিজরর মতো করে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, তিনি নতুন ধান্দা শুরু করছে, মাঠের মাঝবরাবর রাস্তা কাটছেন যাতে করে খেলার মাঠের অবস্থা বেহাল হচ্ছে, স্কুলের কোনো ধরনেও উন্নয়ন কাজে তার আগ্রহ নেই, ক্লাস রুমের বেহাল অবস্থার পরেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। টাকা পয়সা যা থাকে স্কুলে তা তিনি একাই ভোগ করে থাকেন। স্কুল কমিটির অন্যান্ন ব্যক্তি এবং শিক্ষক ছাত্ররা এর প্রতি তিব্র নিন্দা জ্ঞপন করছেন। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অস্থায়ী ভাবে একটি রাস্তা হচ্ছে এবং সভাপতি আবু সাইদ তিনি বলেন, রাস্তাটি অফিসারদের প্রবেশের সুবিধার জন্য করা হচ্ছে।ছাত্র ছাত্রীদের দাবী মাঠের অবস্থা পুনোরায় ফিরিয়ে দেয়া হউক, যাতে করে তারা সুন্দর খেলার মাঠটা ফিরে পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD