শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জামাতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান উজিরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড: সালাম মোল্লার বাড়ি অল্পের জন্য রক্ষা পেলেও পাকঘর পুড়ে ছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা নির্বাচনী প্রচারণায় বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আনন্দ র‌্যালি ও মোটর শোভাযাত্রা বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে মধ্যযুগীয় কায়দায় হত্যার চেষ্টা হঠাৎ উত্তপ্ত বরিশাল-৩: মনোনয়ন বিতর্কের মাঝে আইনজীবীকে ‘টাউট-বাটপার’ বলায় ঝড় — দেশজুড়ে প্রতিবাদ বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও ইনপুট সহায়তা বিতরণ মাদারগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিখোঁজ, ৩ জনের লাশ উদ্ধার বাবুগঞ্জ ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশ বাবুগঞ্জ বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
কুয়াকাটায় স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা

কুয়াকাটায় স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা

রিপোর্ট আজকের বরিশাল :
কলাপাড়ায় কুয়াকাটার মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয় (আজিমপুর) স্কুলের খেলার মাঠ কেটে রাস্তা তৈরি করার অভিযোগ স্কুল সভাপতি আবু সাইদ মিয়া এর বিরুদ্ধে। ছাত্ররা খেলার মাঠে রাস্তা তৈরিতে বাধা দেয়ায় তাদের উপর চরাও হচ্ছে তিনি। স্থানীয়রা জানায় প্রতিবছর বর্ষাকালে মাঠে ঘাস লাগিয়ে বিক্রি করে টাকা আত্বসাত করেন স্কুল কমিটির সভাপতি। প্রতিবছরের ন্যায় এ বছরো একি কাজ করায় ছাত্ররা এবং স্থানীয় ব্যক্তি বর্গ তাতে বাধা প্রধান করলে, কিন্তু কারো কোন বাধাই তিনি তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন নিজরর মতো করে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, তিনি নতুন ধান্দা শুরু করছে, মাঠের মাঝবরাবর রাস্তা কাটছেন যাতে করে খেলার মাঠের অবস্থা বেহাল হচ্ছে, স্কুলের কোনো ধরনেও উন্নয়ন কাজে তার আগ্রহ নেই, ক্লাস রুমের বেহাল অবস্থার পরেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। টাকা পয়সা যা থাকে স্কুলে তা তিনি একাই ভোগ করে থাকেন। স্কুল কমিটির অন্যান্ন ব্যক্তি এবং শিক্ষক ছাত্ররা এর প্রতি তিব্র নিন্দা জ্ঞপন করছেন। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অস্থায়ী ভাবে একটি রাস্তা হচ্ছে এবং সভাপতি আবু সাইদ তিনি বলেন, রাস্তাটি অফিসারদের প্রবেশের সুবিধার জন্য করা হচ্ছে।ছাত্র ছাত্রীদের দাবী মাঠের অবস্থা পুনোরায় ফিরিয়ে দেয়া হউক, যাতে করে তারা সুন্দর খেলার মাঠটা ফিরে পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD