সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
উজিরপুরে সন্ত্রাসী হামলায় আহত নাসির গোমস্তা চিকিৎসাধীন

উজিরপুরে সন্ত্রাসী হামলায় আহত নাসির গোমস্তা চিকিৎসাধীন

রিপোর্ট আজকের বরিশাল:
উজিপুরে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘঠেছে। গত ১৯ জুলাই রাত পৌনে ৮টায় উজিরপুর উপজেলার গড়িয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। এমর্মে উজিরপুর থানায় গড়িয়া এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ গোমস্তার পুত্র মো: মাসুদুর রহমান নাসির বাদী হয়ে একই এলাকার ৫ জনকে বিবাদী করে এজহারের জন্য আবেদন করেছে। বিবাদীরা হলো ১। আবদুল হাই গোমস্তার পুত্র মোঃ ইউনুচ গোমস্তা (৩৮) ২। আবদুল হাই গোমস্তার পুত্র ইউসুফ গোমস্তা (৪৫) ৩। মৃত: সত্তার ঘরামীর পুত্র মো: আনোয়ার ঘরামী (৫২) ৪। মৃত: আশ্রাব আলী গোমস্তার পুত্র মো: জহিরুল ইসলাম (৪০) ৫। আশ্রাব আলীর গোমস্তার পুত্র মোঃ আসাদুল গোমস্তা (৩৫)। আবেদন সূত্রে জানাযায় মাসুদুর রহমান নাসির ১৯ জুলাই রাত পৌনে ৮টার দিকে মিস্ত্রির ও রড সিমেন্টের দোকানে দেয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গড়িয়া নতুন হাটের উদ্দেশ্যে যায়। নতুন হাট বাজারে পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁঁছালে বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি-শোঠা, দা, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া নাসিরের পথ রোধ করিয়া নাসিরকে এলোপাথারী পিঠানো ও খিল-ঘুষি, লাথি-ধাপ্পর মাড়িয়া চোখ,নাক-মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় দুর্বত্তরা নাসিরের সঙ্গে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্নের চেইন যাহার মূল্য ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন যাহার আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা নিয়া যায়। এ সময় নাসিরের ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে সন্ত্রাসীরা নাসিরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসি নাসিরকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। নাসিরের উন্নত চিকিৎসার জন্য উজিরপুর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে। নাসির বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ভূক্তভোগি নাসির বলেন বিবাদী সন্ত্রাসীরা টাকা, স্বর্নালংকার ও মোবাইল নেওয়ার পরে আমাকে জীবনের তরে শেষ করে দিতে চেয়েছিল। আমার চোখের অবস্থা ভালো না। আমি ন্যায় বিচার চেয়ে থানায় আবেদন করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD