শুক্রবার, ১৫ মার্চ ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নগরীর মথুরানাথ পাবলিক স্কুল এর ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বরিশালে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন বরিশালের বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় এক প্রবাসীর ক্রয় করা জমির গেট ভাংচুর করছে প্রতিপক্ষরা। বছরের প্রথমদিনে সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরন শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর ২য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই -সালাউদ্দিন রিপন বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আমি গরীবের বন্ধু সারাজীবনই গরীবের সেবা করতে চাই,বানীতে সালাউদ্দিন রিপন,
উজিরপুরে সন্ত্রাসী হামলায় আহত নাসির গোমস্তা চিকিৎসাধীন

উজিরপুরে সন্ত্রাসী হামলায় আহত নাসির গোমস্তা চিকিৎসাধীন

রিপোর্ট আজকের বরিশাল:
উজিপুরে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘঠেছে। গত ১৯ জুলাই রাত পৌনে ৮টায় উজিরপুর উপজেলার গড়িয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। এমর্মে উজিরপুর থানায় গড়িয়া এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ গোমস্তার পুত্র মো: মাসুদুর রহমান নাসির বাদী হয়ে একই এলাকার ৫ জনকে বিবাদী করে এজহারের জন্য আবেদন করেছে। বিবাদীরা হলো ১। আবদুল হাই গোমস্তার পুত্র মোঃ ইউনুচ গোমস্তা (৩৮) ২। আবদুল হাই গোমস্তার পুত্র ইউসুফ গোমস্তা (৪৫) ৩। মৃত: সত্তার ঘরামীর পুত্র মো: আনোয়ার ঘরামী (৫২) ৪। মৃত: আশ্রাব আলী গোমস্তার পুত্র মো: জহিরুল ইসলাম (৪০) ৫। আশ্রাব আলীর গোমস্তার পুত্র মোঃ আসাদুল গোমস্তা (৩৫)। আবেদন সূত্রে জানাযায় মাসুদুর রহমান নাসির ১৯ জুলাই রাত পৌনে ৮টার দিকে মিস্ত্রির ও রড সিমেন্টের দোকানে দেয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গড়িয়া নতুন হাটের উদ্দেশ্যে যায়। নতুন হাট বাজারে পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁঁছালে বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি-শোঠা, দা, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া নাসিরের পথ রোধ করিয়া নাসিরকে এলোপাথারী পিঠানো ও খিল-ঘুষি, লাথি-ধাপ্পর মাড়িয়া চোখ,নাক-মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় দুর্বত্তরা নাসিরের সঙ্গে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্নের চেইন যাহার মূল্য ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন যাহার আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা নিয়া যায়। এ সময় নাসিরের ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে সন্ত্রাসীরা নাসিরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসি নাসিরকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। নাসিরের উন্নত চিকিৎসার জন্য উজিরপুর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে। নাসির বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ভূক্তভোগি নাসির বলেন বিবাদী সন্ত্রাসীরা টাকা, স্বর্নালংকার ও মোবাইল নেওয়ার পরে আমাকে জীবনের তরে শেষ করে দিতে চেয়েছিল। আমার চোখের অবস্থা ভালো না। আমি ন্যায় বিচার চেয়ে থানায় আবেদন করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD