রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব আর এ গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন’এ প্রতিপাদ্য ছড়িয়ে দিতে এবং গুজব থেকে মানুষকে সচেতন করতে ঝালকাঠিতে শুরু হয়েছে পুলিশের বিশেষ প্রচারনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ডে পথসভা করেছে জেলা পুলিশ। সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তব্য রাখেন। তিনি বলেন, কোন অবস্থাতেই আইন হাতে তুলে নেয়া যাবে না। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানতে হবে। আজ থেকে জেলার ৪ উপজেলায় গুজব থেকে জনগনকে সচেতন করতে এবং কোথাও ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ কে জানাতে মাইকিংসহ প্রচারনা চলছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েনসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।