শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

বরিশালে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক

বরিশালে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক

বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এমনকি ২৩ জুলাই’র মধ্যে দাবি না মানা হলে ওই দিন রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন তারা। তারই ধারাবাহিকতায় আজ রাত ১২টা থেকে বরিশাল সহ সারাদেশে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নৌ-যান শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো- বিভিন্ন নৌ-বন্দরে নৌ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি প্রদান করা এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা। সংগঠনের বরিশালের সভাপতি শেখ আবুল হাসেম মাষ্টার বলেন, আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি না মানায় পুনরায় অনির্দিষ্টকারের জন্য ধর্মঘট পালন করার ডাক দেয়া হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD