বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
রেজা হাওলাদার,মুলাদী প্রতিনিধি :
মুলাদী বন্দরের একমাত্র গরুর হাটের ১৫০০ টাকার খাজনা ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় মুলাদী বন্দরের ১৪২৬ সালের ইজারা নেন মুলাদী বন্দর বাজার কমিটির সম্পাদক বাবুল সিকদার হাটটি ইজারা নিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বন্দরে কিভাবে গ্রাহকের সমাগম বাড়ানো যায় সেই লক্ষে এক সময়ের বিখ্যাত গরুর হাটের খাজনা ১৫০০ টাকা থেকে ৫০০টাকা কমিয়ে এনেছেন। বাজারে যে কোন গরু ক্রয় বিক্রয় করলে ৫০০ টাকা বেশি খাজনা নেওয়া হবে বলেও তিনি জানান। বিষয়টি জানতে পেরে দূরদূরান্ত থেকে দলে মানুষ এসে মুলাদী বন্দরে গরু ছাগল ক্রয় বিক্রয় করেছেন। বাজারে বর্তমানে কোন চাঁদাবাজি কিংবা কারও থেকে বেশি খাজন্ াআদায় করা হয় না বলেও তিনি জানান। এতে বাজারে শান্তি শৃঙ্খলাও ফিরিয়ে এসেছে বলে একাধিক বিক্রতা ও ক্রেতা জানান।