বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন
বরিশালে তিন প্রতিষ্ঠানকে ৮হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার। বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে হাংরি টাইম কে ৩,৫০০ টাকা, অস্বাস্থ্যকরভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে কর্নকাঠিস্থ ঘরোয়া হোটেলকে ৩,০০০ টাকা এবং আল্লারদান হোটেল কে ২,০০০ জরিমানা আরোপ করা হয়। ভোক্তা অধিকারের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করার পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিসিসি এর স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার, ক্যাব সদস্য ও ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।