মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নাম নিগার সুলতানা (৩৫)। আজ রবিবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিগার সুলতানা কাঠালিয়ার হালদারখালি গ্রামের সুলতানের হোসেনের মেয়ে। তিনি একই এলাকার হালদারখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিগার সুলতানা রাজধানী ঢাকা যান। সেখানে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় আসেন তিনি। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার একদিন পর রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা থেকে ছড়ানো ভাইরাস জনিত এ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন শিক্ষার্থী ও শিশু রয়েছে। এখন পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়েছেন হাজারো মানুষ।