শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
ঝালকাঠিতে চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের গৃহীত কার্যক্রম অবহিত করতে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পদ্মাসেতুর কাজের জন্য মানুয়ের মাথা ও রক্ত লাগার বিষয়ে গুজবের নামে গনপিটুনিদিয়ে মানুষ হত্যার ঘটনারোধে গত এক সপ্তাহে জেলা পুলিশের গনসচেতনতামূলক গৃহীত কার্যক্রম তুলে ধরেন। এসময় তিনি জানান, গুজব থেকে জেলাবাসীকে মুক্ত রাখতে বিভিন্ন স্কুল, কলেজ এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সভা সমাবেশ করেছে জেলা পুলিশ। এছাড়া মাদক ও জঙ্গী বিরোধী কার্যক্রম নিয়েও আলোচনা করা হয় সভায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’