বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার (সিভিল) কে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী আদেশ দেয়া পর্যন্ত তিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে সংযুক্ত থাকবেন। সোমবার (২৯ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসলাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে মো. মোতালেব হোসেনকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদারকে সাময়িকভাবে অব্যহতি দেয়ার বিষয়টি সঠিক। তবে কি কারনে তাকে অব্যহতি দেয়া হয়েছে সে বিষয়টি তিনি জানাতে পারেননি। উর্লেখ্য বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দায়িত্ব গ্রহনের পর পরই দুর্নীতি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সনদ জাল করার অপরাধে আব্দুল মোতালেব হাওলাদারকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে রাখা হয়। পরে তাকে অন্য অন্য বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছিলো। বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানাগেছে, বিসিসি’র তৃতীয় পরিষদের মেয়র মো. আহসান হাবিব কামাল ক্ষমতায় থাকাকালিন বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। যার সহযোগিতায় থাকার অভিযোগ রয়েছে সাবেক দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব হাওলাদার। সূত্রটি আরো জানায়, মোতালেব হাওলাদারের বিরুদ্ধে অবৈধভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ অর্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।