রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেপ্তারের করা হয়। আর সেই মামলা থেকে জামিন পেতে আবেদন করেন তিনি। কিন্তু তার জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে। এর আগে জেলা হাকিম আদালতে মিন্নির জামিনের আবেদন নাকচ হয়। মঙ্গলবার দুপরে জামিন আবেদনের ওপর শুনানি শেষ করে বরগুনার জেলা ও দয়েরা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ এলাকায় রিফাত শরীফকে কুপিয়ে জখম করে চলে যায় ঘাতকরা। তার স্ত্রী ঘাতকদের প্রতিহত করার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়। রিফাত শরীফ মারা যাওয়া পরদিন তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন; তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। পরে প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় মিন্নিকে।