বুধবার, ১৮ Jun ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বরিশালে ডেঙ্গু পরীক্ষার সুযোগ নেই

বরিশালে ডেঙ্গু পরীক্ষার সুযোগ নেই

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত আট জন রোগী ভর্তি হয়েছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকেরা। হাসপাতালে ডেঙ্গু হেল্প ডেস্ক খোলা হলেও নেই কোন পরীক্ষার সুযোগ। ৫০ শয্যা হাসাপতালের ভারপ্রাপ্ত ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোবারপাড় গ্রামের সুজন মিস্ত্রির নয় মাসের মেয়ে স্বপ্না মিস্ত্রির শরীরে ডেঙ্গু জ্বর ধরা পরে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা। এছাড়া বুধবার সকালে উপজেলার বরিয়ালী গ্রামের রুস্তুম তালুকদারের ছেলে নির্জন তালুকদার (২০), যবসেন গ্রামের শাহজালাল পাইকের ছেলে রোমান পাইক (১৩), দক্ষিণ নাঠৈ গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (২১) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গু রোগ ধরা পরে বলে জানান চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন তিনি। এর আগে বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার(১৮), দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছিল। ডা. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার ডেঙ্গু হেল্প ডেক্স উদ্বোধন করার পর থেকে এলাকার প্রচুর লোকজন হেল্প লাইনে জ্বর সমস্যা নিয়ে কথা বলেছেন। তাদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা হয়েছে। সূত্র মতে, উপজেলা হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করনের কোন পরীক্ষার সুযোগ নেই। ফলে বাইরের ডায়াগনিষ্টিক সেন্টার থেকেই রোগীদের পরীক্ষা করাতে হচ্ছে। সিভিল সার্জনের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব শিঘ্রই ডেঙ্গু টেস্ট এর সুবিধায় আনা হবে হাসপাতাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD