বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
নগরীর সদর রোডস্থ অনামি লেন সড়কে গত ১২ জুলাই সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরশেনর মেয়র সেরিনয়াবাত সাদিক আবদুল্লাহর দেয়া অর্থ সহায়তার চেক বুধবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কল্পনা রানী, অশোক দাস ও স্বপন কর্মকারের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে অশোক দাসের হাতে ৫০ হাজার ও দুইজনের হাতে ২০ হাজার করে টাকার চেক তুলে দেয়া হয়। মেয়রের কালিবাড়ী রোডস্থ সেননিয়াবাত ভবনে বসে চেক গ্রহন করে অশোক দাস বলেন ৫ আগস্ট তার মেয়ের বিয়ে। বিষয়টি মেয়র জানতে পেরে তাকে অন্যদের চেয়ে অনেক বেশী সহায়তা করেছেন। প্রাপ্ত অর্থ তার মেয়ের বিয়ের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। অশোকসহ অন্যরা তাদের সহায়তা দেয়ার জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।