বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর টু কালিশুরী খেয়াঘাট পর্যন্ত আট কিলোমিটার সড়কটি খানাখন্দের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এলজিইডির তত্বাবধানে নির্মিত এই সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন কেশবপুর, ধুলিয়া ও কালিশুরী ইউনিয়নের ১০-১২ হাজার মানুষ চলাচল করত। বর্তমানে সড়কটি দিয়ে হেঁটে চলাচল করাও দুস্কর হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে মমিনপুর সরকারী প্রাইমারী স্কুল, মমিনপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দী গঞ্জ সরকারী প্রাইমারী স্কুল, কেশবপুর ফজলুল হক সিনিয়র দাখিল মাদ্রাসা, মধ্য কেশবপুর সরকারী প্রাইমারী স্কুল, ধুলিয়া কলেজিয়েট স্কুল, কেশবপুর কলেজ ও কালিশুরী কলেজের সহস্্রাধিক শিক্ষার্থী যাতায়াত করতে গিয়ে সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় মজিবুর রহমান নামের এক ব্যাক্তি অভিযোগ করেন, সড়কটি নির্মাণের পর আর মেরামত করা হয়নি। চলতি বর্ষা মৌসুমে সড়কটি বেহাল হয়ে পড়ে। বিশেষ করে মালবাহি ট্রলি চলাচল করার কারণে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত হয়েছে। এসব গর্তে কাদাপানি জমে যাওয়ায় চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। বর্তমানে এই সড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেক পথ ঘুরে বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।