রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
ডেঙ্গু নির্মূলে সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত কর্মসূচি গ্রহণ করতে হবে। একই সাথে সরকারের পাশাপাশি দেশের সকল স্থরের জনগণ ও হকারদেরকে নিজ নিজ বাড়ী, আঙ্গিনা ও ফুটপাত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত ঔষুধ ছিটাতে হবে। জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। হাসপাতাল গুলোতে চিকিৎসা ব্যায় সুলভ করতে হবে। এ নিয়ে যে কোন দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে। ৪ আগস্ট ২০১৯, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে এক হকার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব আবুল হোসাইন। বক্তব্য রাখেন হকার নেতা মোঃ কামাল সিদ্দিকী, হারুন-অর-রশিদ, আরিফ চৌধুরী, সাইজুদ্দিন মিয়া, এম এ খায়ের, আব্দুল মান্নান, মোঃ ইউসুফ। সংহতি বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানার নেতা বেলাল বাঙালি, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর, মাহাবুব খোকন, পরিবহন শ্রমিক নেতা গোলাম খালেক, গার্মেন্ট শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার প্রমুখ।সমাবেশে হকার নেতৃবৃন্দ বলেন, দেশে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশে প্রমোদ বিহারে বিদেশে কাটাচ্ছেন। অপর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ডেঙ্গু নিয়ে মস্কারা করছেন। সরকারের দায়িত্বশীল জায়গায় বসে এ ধরণের মস্কারা অপরাধের সামিল। এদের ব্যাপারে সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিধনের ঔষুধ ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারকে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় বিচার করতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ, বিক্ষোব বৃদ্ধি পাচ্ছে। যা কারই কাম্য হতে পারে না।