মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন

তহসিলদার পল্টননের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

তহসিলদার পল্টননের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

রিপোর্ট আজকের বরিশাল ॥
প্রতারণার মাধ্যমে একজনের জমি অন্যের হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বরিশাল নগরীর জাগুয়া রায়পাশা কড়াপুর ইউনিয়ন ভূমি অফিসে এমন ঘটনায় নগরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নিজের জমি অন্যের হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাকে অভিযুক্ত করে বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী মো: শাহ আলম। অভিযোগ সূত্রে জানাযায়, জেএল ২৫নং হরিণাফুলিয়া মৌজার বিএস ৭৫১, ১২৬, ১৭৩, ২২৩, ৫২৩, ৬৭৩ নং খতিয়ানের বকেয়া খাজন পরিশোধ করতে গিয়ে মালিকপক্ষ জানতে পারেন হরিণাফুলিয়া এলাকা মৃত আমজেদ তালুকদারের পুত্র মোহাম্মদ তালুকদার ২৫ এপ্রিল ২০১৯ ইং তারিখে ১৪০৬নং খতিয়ানের ৩একর জমির অনুকুলে ৬২৯২৯২নং দাখিলায় গ্রহণ করেছেন। ১৪০৬ নং খতিয়ান কিভাবে সৃষ্টি হল এর কারণ সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা সহকারী তহসিলদার মশিউর রহমান পল্টন’র কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে অফিস হতে বের হয়ে যেতে বলেন। প্রয়োজনে ১৫০ ধারায় মামলা করতে বলেন তিনি। আরো জানাযায়, বানোয়াট ১৪০৬ নং খতিয়ানের মালিক দাবিদার মোহাম্মদ তালুকদার মুল মালিকদেরকে উচ্ছেদের জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে। বিভিন্ন মাধ্যমে মোহাম্মদ তালুকদার বলে বেড়াচ্ছে এ রেকর্ডের বিনিময় তহসিলদার মশিউর রহমান পল্টনকে ৫লক্ষ টাকা প্রদান করেছেন। এবং ২লক্ষ টাকার বিনিময়ে ১৫হাজার টাকার দাখিলা গ্রহণ করছেন। এব্যপারে অভিযোগকারী মো: শাহ আলম বলেন, সংশ্লিষ্ট তহসিলদারের কাছ থেকেই মোহাম্মদ তালুকদার দাখিলা গ্রহণ করেছে। তহসিলদার পল্টন অনিয়মের মাধ্যমে আমাদেরকে ভূমিহীনের চেষ্টা করার পাশাপাশি রাজস্ব ফাঁকি দিয়ে পকেট ভাড়ী করেছে। জেলা প্রশাসক বরাবর ভুয়া নামজারী বাতিলের পাশাপাশি তহসিলদার পল্টনের অনিয়মের বিচারের দাবীতে আবেদন করেছি। এব্যপারে মশিউর রহমান পল্টন বলেন, এ খতিয়ানটি ভুয়া প্রতারক পার্টিকে আমরাও খুজতেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD