রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

পিরোজপুরে এডিস মশা নিধনে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরে এডিস মশা নিধনে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন

রিপোর্ট আজকের বরিশাল:
দেশব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন করার অংশ হিসেবে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৪ আগষ্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান । এসময় পুলিশ সুপার জানায়, জেলা পুলিশের উদ্দ্যোগে পিরোজপুরের সাতটি থানায় ৪৬ টি বিটে ভাগ করে এডিস মশা নিধনে এক যোগে কার্যক্রম শুরু করেছে।এতে বিভিন্ন থানার আশে পাশের এলাকাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করবে পিরোজপুর জেলা পুলিশ। পরে পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয় থেকে স্থানীয় সার্কিট হাউজ পর্যন্ত এক সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। এর আগে পিরোজপুর ডিসি অফিস সড়কে ও সদর থানা এলাকার আশে পাশের ড্রেন পরিষ্কার ও মশা নিধনের ধোয়াযুক্ত ওষুধ দেয় জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুখ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আহম্মেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম.তানভীর আহমেদ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD