মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

বরিশালে সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি: গ্রেপ্তার ৩

বরিশালে সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি: গ্রেপ্তার ৩

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশালে কাভার্ডভ্যান চাপায় নিহত ট্রাফিক পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার ভাড়া বাসায় চুরিতে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চোরাই স্বর্ণালঙ্কার ক্রয়ের অভিযোগে শহরের কাটপট্টি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিক্রিত স্বর্ণালঙ্কার, কয়েকটি মোবাইল ফোন এবং চুরিতে ব্যবহৃত বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আকরাম হাসানের নেতৃত্বে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তাররা হচ্ছেন- বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকার বাসিন্দা চিহ্নিত চোর আনোয়ার এবং তার সহযোগী রিয়াদ। তবে স্বর্ণালঙ্কার ক্রয়ের অপরাধে শহরের কাটপট্টি রোডে ‘মা’ জুয়েলার্সের মালিক শ্যামল কুমারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কী না তা পুলিশ নিশ্চিত করেনি।তবে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের দাবি- সার্জেন্টের বাসায় চুরির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। গ্রেপ্তার দুই চোরের স্বীকারোক্তি নিয়ে তাদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।থানা পুলিশ সূত্র জানায়- গত ১৯ জুলাই জুমার নামাজের সময় শহরের মুন্সি গ্যারেজ সংলগ্ন এলাকায় সার্জেন্ট কিবরিয়ার ভাড়া বাসায় চুরি হয়। সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুর পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য বাসাটি তালাবদ্ধ করে রেখে তার গ্রামের বাড়িতে যান স্ত্রী সার্জেন্ট মৌসুমী আক্তারসহ স্বজনেরা। এ সুযোগে চোরচক্র তালা ভেঙে চুরি করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।রোববার বিকেলে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, শনিবার রাতে প্রথমে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি নিয়ে শহরের কাটপট্টি এলাকা ‘মা জুয়েলার্স’ থেকে বিক্রিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই চোরের কাছ থেকে চুরি হওয়া বেশকিছু মোবাইলসহ চোরাই মালামাল, চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনে সার্জেন্টের বাসায় চুরিতে জড়িত এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন রয়েছে বলেও স্বীকার করেছে। এখন তাদের গ্রেপ্তারেও পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD