বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সন্মানিত কমিশনার জনাব মােঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
ও সদ্য যােগদানকৃত ভােলা জেলার সাবেক সফল পুলিশ সুপার ও বর্তমান উপ-পুলিশ কমিশনার
(উত্তর) জনাব মােঃ মােকতার হােসেন পিপিএম এর দিক নির্দেশনায় কাউনিয়া জোনের সহকারী
পুলিশ কমিশনার মােঃ আবদুল হালিম এর নেতৃতেœ কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ
পুলিশের একটি চৌকষ আভিযানিক দল আজ কাউনিয়া থানাধীন খালপাড় ও হাজেরা খাতুন।
সড়কে সংযােগস্থল থেকে ৫০০ পিস ইয়াবাসহ মােঃ রফিকুল ইসলাম সরদার (৪৯), পিতা-মৃত।
মােঃ নুর মােহাম্মদ সরদার, সােহাগদল, নেছারাবাদ, পিরােজপুরকে গ্রেফতার করেন। পরবর্তীতে
তার স্বীকারােক্তি মতে রুপাতলী এলাকায় ডাক্তার মমিন সড়কে নিজ ভাড়া বাসা জাহানারা
মঞ্জীলের দ্বিতীয় তলা থেকে তার স্ত্রী মাহমুদা বেগম(৩৮)কে আরাে ১৬৪৫ পিস ইয়াবাসহ
গ্রেফতার করেন। উক্ত অভিযানে মােট ২১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঐসময়ে ঘটনাস্থল
থেকে আসামীদের ব্যবহৃত ০৫ টি মােবাইল ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমান
পলিথিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা।
বিক্রয় ও বিপনন এর অপরাধে কাউনিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলার প্রস্তুতি চলছে।