বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
হঠাৎ করেই এক তরুনী মোবাইল চোর মোবাইল চোর বলে এক যুককের পেছনে দৌর। তরুনীর পিছন পিছন উৎসুক জনতাও চোরকে ধাওয়া করছে। কিন্তু চোর অবশেষে পালাতে সক্ষম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টায় লঞ্চঘাট সংলঘœ বরিশাল প্রধান ডাকঘর কার্যালয়ে। প্রত্যক্ষদর্শী জুয়েল রহমান জানান,মেয়েটা চোর চোর বলে চিৎকার শোনার সাথে সাথে আমি চোরকে তাড়া করেছি কিন্তু ধরতে পারি নি। আমি প্রায়ই ডাকঘরে চিঠি পোষ্ট করতে আসি। আমার দেখা মতে এমন ঘটনা নতুন কিছু নয়। বরিশাল প্রধান ডাকঘরে প্রায়ই মোবাইল ছিনতাই,টাকা চুরিসহ বিভিন্ন ঘটনা ঘটে। কিন্তু ডাকঘর প্রশাসন এ ব্যাপরে কোন পদক্ষেপ নিচ্ছে না। অন্তত নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমনটা হতো না।ভুক্তভোগি বরিশাল সরকারী মহিলা কলেজ’র ইন্টার ২য় বর্ষের ছাত্রী জুথিকা জানায়, মায়ের সাথে কিছু কাজে ডাকঘরে এসেছি। হঠাৎ করেই একটি ছেলে আমার হাতে থাকা স্মার্ট মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌর দেয়। আমিও চোর চোর বলে দৌর দেই কিন্তু তাকে ধরতে পারি নি। আমার সাথে অনেকে তাকে ধরার চেষ্টা করেছে। তিনি আরও অভিযোগ করেন, আজ যদি ডাকঘরে নিরাপত্তা কর্মী থাকতো তাহলে হয়তো আমার মোবাইলটা ছিনতাই হতো না। এ ব্যাপরে জানতে চাইলে বরিশাল প্রধান ডাকঘর’র সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ নুরুল হক বলেন, দেখেন পোস্ট অফিসে কোন নিরাপত্তা কর্মী নেই। আর দেশে এতো পুলিশ ও নেই যে এখানে এসে নিরাপত্তা দিবে। আনসার নিয়োগের প্রশ্ন করলে তিনি বলেন, দেখেন এতো কিছু বুঝি না। যার যার জিনিস সে সে সংরক্ষন করবে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় আছে । কে কি চুরি করেছে চাইলে দেখতে পারেন। তাও সিসি ক্যামেরার আওতায় থাকতে হবে। অনেক মানুষ ডাকঘর থেকে টাকা নেয় সে টাকা যদি ডাকঘরে বসে চুরি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যার যার টাকার নিরাপত্তা তার নিজের। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। এ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, বরিশাল প্রধান ডাকঘর এর সামনেই বরিশাল পুলিশ সুপারের কার্যালয় তার পাশে বরিশাল সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। এছাড়া বরিশাল প্রধান ডাকঘর এর পিছনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়। এমন একটি এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আসলেই দুঃখ জনক।এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বিভাগের ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল মো. মিজানুর রহমান জানান, প্রথমত বরিশাল প্রধান ডাকঘর আমাদের আওতাভুক্ত নয়। প্রধান ডাকঘর’র সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ নুরুল হক’র আওতায় প্রধান ডাকঘরটি ।তবে বরিশাল বিভাগের সকল জেলার ডাকঘরে আমাদের নাইট গার্ড নিয়োগ করা আছে তারা রাতে নিরাপত্তার বিষয়টি দেখে। কিন্তু আমাদের ডাকঘর’র কার্যক্রম চলাকালীন সময়ে কোন নিরাপত্তা কর্মী নেই। তবে আমাদের বরাবর যদি কোন ডাকঘর আবেদন করে তবে আমরা সেটা বিবেচনা করি।এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে এর আগে অনেক বার প্রধান ডাক ঘরকে সতর্ক করা হয়েছে। এ সংক্রান্ত কোন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এ বিষয়ে জানতে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (দক্ষিণাঞ্চল) এর নিরাপত্তা শাখায় যোগাযোগ করতে ফোন দেওয়া হলে ফোনটি কেউ রিসিভ করেনি।