রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন

গলাচিপায় জাতীয় পতাকা ৩৮ঘন্টা যাবত উড়ছে

গলাচিপায় জাতীয় পতাকা ৩৮ঘন্টা যাবত উড়ছে

গলাচিপায় উপজেলা প্রশাসনের নাকের ডগায় এক টানা ৩৮ঘন্টা যাবত উড়েছে জাতীয় পতাকা। ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদ হতে মাত্র ১শত মিটার দূরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসে শুক্রবার রাতে। এ ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি আর্কষণ করা হলেও কোন ব্যবস্থা নেয়নি। সূত্র জানায়, গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসে জাতীয় পতাকা টানানো হয়। এরপর আর পতাকা নামানো হয় নাই। টানা ৩৮ ঘন্টা ধরে উড়তে থাকে জাতীয় পতাকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সাংস্কৃতিক কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে ওই দপ্তরে জাতীয় পতাকা টানানো হয়। এরপর শুক্রবার রাত ৯টা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় কী করে এমন ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সমীর চন্দ্র হালাদার বলেন, অফিসের নৈশ প্রহরী না বলে বাড়ি চলে যাওয়ায় ভুলবশত এমন ঘটনা ঘটেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD